Image description
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ (১ এপ্রিল) সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে দেবেন।
 
গতকাল (৩১ মার্চ) থেকে আইপিএলের ১৬তম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ও প্রথমবার ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।
 
গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। আজ রাতেই মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।
 
সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতে যাবেন তারা।
 
আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন, তা হলে দিতে পারেন। আমরা এখনও দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়। প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি- এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা।’