
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে এ দেশের জনগণ ভালোবাসে এবং সম্মান করে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, “তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না, অথচ এই দলটিই দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে।”
শনিবার এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী করেছেন! আরে, ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি। সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা হাতির মতো পানি এনে আন্দোলনের ভিত্তি শক্ত করেছি। শেখ হাসিনার পতন দুই দিনে হয়নি, হবেও না। যারা বলেন দুই দিনে পতন হয়ে যাওয়া উচিত ছিল, তারা মিথ্যার সঙ্গে বসবাস করেন, তারা সত্য কথা বলেন না।”
এই বক্তব্যে মির্জা আব্বাস বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ধৈর্য ও সাংগঠনিক প্রস্তুতির দিক তুলে ধরেন এবং বলেন, জনগণের ভালোবাসাই বিএনপির প্রকৃত শক্তি।