Image description

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে দক্ষিণি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সিনেমা ‘লাইগার’। এরপর থেকেই একের পর এক বিতর্ক চলছিল। দক্ষিণের এক রাজনীতিকের বিদেশ থেকে আসা টাকা দিয়ে তৈরি করা হয়েছে ‘লাইগার’। 

এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়তে হলো অভিনেতাকে। ইডির জেরা শেষে অভিনেতা বিজয় বলেন, খ্যাতি যত বাড়বে ততই বাড়বে প্রতিকূলতা। আর এই বিষয়টা নিয়ে তেমন কিছু করার নেই। এটাকে আমি একটা অভিজ্ঞতা হিসেবে দেখছি। তারা ডেকেছে, আমি গিয়েছি। সব প্রশ্নের উত্তর দিয়েছি। 

৫০ কোটির বাজেটের ‘লাইগার’ তৈরিতে দক্ষিণি রাজনীতিকের টাকা ব্যবহার করা নিয়ে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে একটি অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যেই ছবির পরিচালক পুরী জগন্নাধ এবং প্রযোজক চার্মি কওরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ‘লাইগার’র হাত ধরেই বলিউডে ডেবিউ করেন বিজয় দেবরাকোন্ডা।