মেহেদী হাসান
বিকারগ্রস্ত পাপেট বিচারক কালা মানিকদের বিচারের নামে অনেক সাজানো নাটক, তামাশা, সার্কাস আর যাত্রাপালা দেখার সুযোগ হয়েছে আমার কয়েক বছর একেবারে সামনে বসে থেকে। আল্লাহর ইচ্ছায় আমি লুটেরা খুনী ভারতের কৃতদাস হাসিনা রেজিমের সময় কয়েক বছর কয়েকজন প্রধান অবিচারপতিদের আদালতের রিপোর্টিং করেছি। গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের বিচার অঙ্গনে যা ঘটেছে তাতে স্যাডিস্ট কালা মানিক একজন তেলাপোকা মাত্র। কিন্তু তারপরও তার বিরুদ্ধে রয়েছে মানুষের তীব্র ঘৃণা আর ক্ষোভ কারন হাসিনা রেজিম তাদের বয়ানের একজন মুখপাত্র হিসেবে সামনে হাজির করেছিল এই কালা মানিককে। প্রথমে আদালতে থাকা অবস্থায় মানুষ পত্রিকার রিপোর্টে পড়েছে তার বিকারগ্রস্ত কথাবার্তা আরচন, সীমাহীন ঔদ্ধত্য আর কর্মকান্ডের বিবরণ। এমনকি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদও সংসদে তাকে স্যাডিস্ট আখ্যায়িত করেছিলেন। সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল গঠন করে তাকে অপসারনের দাবি জানানো হয়েছিল আওয়ামী সংসদেই। সেই মানিককে হাসিনা রেজিম এসাইনমেন্ট দিয়েছিল টিভি টকশোতে সরকারের পক্ষে বয়ান প্রতিষ্ঠা করার। মানুষ এসময় দেখেছে শুনেছে একজন বিচারক হয়ে কিভাবে লুটেরা খুনী ভারতের কৃতদাস হাসিনার ভাড়া খাটতে পারে সে এবং তার উদ্ধত অসভ্য আচরন।
এসব কারনে স্যাডিস্ট মানিকের প্রতি ক্ষোভের মাত্রাটা একটু বেশি অনেকের। কিন্তু স্যাডিস্ট মানিকের তুলনায় বিচারক নামের অনেক বড় বড় দানব আছে হাসিনা রেজিমের। বড় বড় এসব দানবদের অনেকে নেই দৃশ্যপটে। আছে অনেক বিচারক নামের হাসিনার জুতাচাটা গোলাম। এদের সবাইকে উপযুক্ত অভিযোগের ভিত্তিতে বিচারের আওতায় আনা হোক। গত সাড়ে ১৫ বছর বিচারক নামের এসব কুলাঙ্গারদের ঘাড়ে বন্দুক রেখে হাসিনা রেজিম প্রতিষ্ঠা করেছিল দেশে এক বিভৎস ঘৃন্য অধ্যায়। লুটেরা খুনী ভারতের কৃতদাস হসিনার সব দোসরদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে এই দেশকে রক্ষা করতে হলে আগামী প্রজন্মের জন্য।