Image description
শেখ হাসিনাকে গুটি বানিয়ে ভারতের অস্থিরতা সৃষ্টির চেষ্টা
আলফাজ আনাম [img]https://scontent.fdac90-1.fna.fbcdn.net/v/t39.30808-6/454743214_7961357363909849_1040557216302542684_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_eui2=AeF70hw4VLQDNTyz4KxCEGXUCDMHXscqCYkIMwdexyoJiXq8EwQM2DnY7iW8S_27SohsPEkJCC4dCgfqgAEPpdnP&_nc_ohc=PmEfaAd8F-EQ7kNvgGlqbNh&_nc_ht=scontent.fdac90-1.fna&oh=00_AYBikXCRnPjiHUIhOT6Tee4fv6sC2ve28mh7_U6ZdcQe7g&oe=66BE4D53[/img]· শেখ হাসিনার একটি বার্তার ভিত্তিতে ভারতের দ্য প্রিন্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে যার শিরোনাম Breaking silence after ouster, Sheikh Hasina accuses US & warns interim govt against being ‘used’ সেখানে তিনি সেই পুরানো অভিযোগগুলো আবার করেছেন। সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রকে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তাকে হটানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি নাকি ছাত্রদের ওপর গুলি চালাননি। গুলি চালিয়ে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তিনি আরো বলেছেন শীঘ্রই দেশে ফিরে আসবেন। শেখ হাসিনার এই বার্তা থেকে মনে হচ্ছে, বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সাথে লড়াইয়ে নামতে যাচ্ছে ভারত। এটি যে ছাত্র জনতার গনঅভ্যুন্থান তা কোনো ভাবেই স্বীকার করছে না ভারত ও হাসিনা। পাঁচ শতাধিক ছাত্র জনতার মৃত্যুকে আমলে নিতে চাইছে না দিল্লি ও তার দাস হাসিনা। ভারতের পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা এখন দাবার গুটি হিসাবে ব্যবহার হবে। ভারতের বুদ্ধিতে চলতে গিয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এখন তিনি কাদের সিদ্দিকীর মতো কৌশল নিয়েছেন। এক সময় ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কাদের সিদ্দিকি। কিন্তু শেষ পর্যন্ত তাকে আত্নসমর্পন করতে হয়েছে। এখন হাসিনাও একই ভাবে বাংলাদেশের ভেতর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন। ইতোমধ্যে ছাত্ররা তার অনুগত ঢাকা ল কলেজে পড়ুয়া প্রধান বিচারপতির জুডিশিয়াল ক্যু প্রচেষ্টা ভেঙেস্ত দিয়েছে। একই সাথে অক্ফোর্ড পড়ুয়া একজন বিচারপতিকে প্রধান বিচারপতি করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ব সামনে এনে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন। এর মধ্যদিয়ে তার দল আওয়ামীলীগের রাজনৈতিক ভাবে বেঁচে যাওয়ার শেষ সম্ভাবনা টুকু ধ্বংস করছেন। এ দেশের মানুষ এখন বুঝতে পারছে তার আসল শত্রু কে। ভারতকে বুঝতে হবে শেখ হাসিনাকে ৭৫ এর পরে আশ্রয় দিয়ে তারা লাভবান হয়েছে, কিন্তু এখন সে সম্ভাবনা নেই। হাসিনার রক্তখেকো মুখ এখন প্রতিটির মানুষের সামনে ভেসে ‍উঠেছে। ঢাকার দেয়াল গুলো হাসিনার হিংস্রতার গ্রাফিতিতে ভরে গেছে। ভারত কখনো বাংলাদেশের দেয়াল লিখন পড়তে পারেনি। ফলে বার বার ভুল করেছে।