অনুবাদ : মাসুম খলিলী
এক. আমাদের চাওয়া সীমাহীন। অর্থ যদি আপনার পছন্দের জিনিস হয় তবে আপনি কখনই যথেষ্ট পাবেন না। সম্পদ যদি আপনি পছন্দ করেন তবে আপনি সর্বদা আরও বেশি চাইবেন। এটিই হলো মানুষের প্রবনতা। পরিমিতভাবে বাঁচতে শিখুন। কখনও মজুত করবেন না। উদারভাবে দান করুন আর আপনার প্রতি আশীর্বাদ অপরিসীম হবে।
দুই. আপনি যদি সর্বদা অন্যের গোপন বিষয় প্রকাশের উপায় সন্ধানে ব্যস্ত থাকেন তবে ধরে নিন আপনার একটি সমস্যা রয়েছে যা ঠিক করা প্রয়োজন। মনে রাখবেন, সর্বশক্তিমান বলেছেন, যদি আপনি অন্যদের গোপনীয়তা প্রকাশ করেন তবে ঘরের অতি ক্ষুদ্র কোণে লুকিয়ে থাকলেও তিনি আপনাকেও অবশ্যই প্রকাশ করবেন। আপনার যদি ভাল উদ্দেশ্য থাকে তবে তা প্রকাশ্যে নয়, ব্যক্তিগতভাবে বলুন!
তিন. সর্বশক্তিমান কেবল ভালোবাসার উৎসই নন, সত্যিকার অর্থে তিনি একমাত্র, যাকে ভালোবাসা যায়! মানুষ সর্বদা আমাদের হতাশ করবে। অনাহুত সম্পর্কের অবসান হবে হৃদয় বিদারকতায়। এ কারণেই যখন আমরা তাদেরকে সম্পূর্ণরূপে আমাদের হৃদয় সপে দিই, তখন এতে করে আমরা যন্ত্রণার পর যন্ত্রণার মধ্য দিয়ে হৃদযন্ত্রের অবসান ঘটাই! সাবধান হোন।
পুনশ্চঃ
এক. ভাল কাজ করতে গিয়ে ক্লান্ত হবেন না, এমনকি সেটি ছোট কাজ হলেও। আমরা প্রায়শই লোকেদের বলতে শুনি যে তারা যে ভাল কাজ করে তা কেউ লক্ষ্য করে না। সর্বশক্তিমান কিন্তু সেটি লক্ষ্য করেন। তিনি সর্বজ্ঞ। তাই সেরা দিনে ভালো কাজ করতে থাকুন। যতটা পারেন ততটা করুন। ভাল কাজে বরকত হয় এবং পুরস্কার বহুগুণ বৃদ্ধি করা হয়।
দুই. আপনি যে কষ্ট সহ্য করেছেন তার একটি উদ্দেশ্য রয়েছে। অবিচল বিশ্বাস থাকলে সর্বশক্তিমান আপনাকে আরও শক্তি ও অধ্যবসায় দেবেন! সুতরাং তিনি যে পরীক্ষাগুলি আপনার জন্য পাঠিয়েছেন তার জন্য কৃতজ্ঞ হোন। তিনি তাঁর সেরা সৈন্যদের কাছে সবচেয়ে কঠিন পরীক্ষা প্রেরণ করেন। এসবকে ইতিবাচকভাবে দেখুন। ভালভাবে ধৈর্য ধারণ করুন।
তিন. আপনি কি অন্যকে খুশি করার জন্য জীবন যাপন করেন? যদি তা হয় তবে আপনি কখনই শান্তি কি তা জানতে পারবেন না, কারণ আপনি যা কিছু করেন তা যথেষ্ট পরিমাণে ভাল হবে না। অন্যরা আপনাকে নিয়ে কী ভাববে তার ভিত্তিতে আপনি যদি সিদ্ধান্ত নেন, তবে এখনই তা পুনর্বিবেচনার সময়! আপনার জীবনে সর্বশক্তিমান অবস্থান কোথায়? প্রতিফলিত করুন! আপনার জীবনকে বাঁচিয়ে রাখুন তাঁর জন্য।
চার. আপনি কি প্রায়শই বিভ্রান্ত ও অস্থির বোধ করছেন? সম্ভবত আপনার হৃদয়ে কোন কিছু নিয়ে বিভ্রম সৃষ্টি হচ্ছে? নিজেকে সর্বশক্তিমানের নিকটবর্তী করে অন্তরের ভেতরে প্রশান্তি গড়ে তুলতে শিখুন। তাঁর উপর পুরোপুরি আস্থা স্থাপন করুন। তিনি আপনাকে এর মাধ্যমে সব সময় পথ প্রদর্শন করবেন। আপনাকে আবার ভালো বোধ করতে কোথায় যেতে হবে তা তিনি আপনাকে দেখিয়ে দেবেন!
পাঁচ. সর্বশক্তিমান আপনাকে যে কৃপা করেছেন তা সবাইকে বলে বলে বোকা বনবেন না এবং ভাববেন না যে তারা সবাই আপনার কৃপার জন্য খুশী হবে। সত্যটি হলো কেউ কেউ খুশি হবে, কিন্তু অনেকেই না। দুষ্ট চোখই হলো আসল। এসব কিছু ব্যক্তিগত পর্যায়ে রাখতে শিখুন এবং আপনার ক্ষতি করতে পারে এমন লোকগুলোর সাথে এসব বিষয় খুব বেশি শেয়ার না করতে শিখুন।
ছয়. সবাই খারাপ কাজ করবে, এমনকি ভালো মানুষও। এটাই মানুষের স্বভাব। আমাদের সবারই ত্রুটি আছে। আমরা সবাই পাপ করি। কেউই আমরা নিখুঁত নই। তবে আপনার ভুলগুলো থেকে শিখুন এবং প্রতিটা দিনের সাথে সাথে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। এভাবে পরিবর্তন হতে খুব বেশি দেরি হয় না।
দ্রষ্টব্য:
আর তারা যেন কিছুতেই মনে না করে যে, আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন, তাতে কৃপণতা করলে, তাতে তাদের মঙ্গল আছে। বরং এ (কৃপণতা) তাদের জন্য অমঙ্গল। তারা যে ধনে কৃপণতা করে, কিয়ামতের দিন ঐটিই তাদের গলার বেড়ি হবে। আকাশমন্ডলী ও পৃথিবীর চরম স্বত্বাধিকার কেবল আল্লাহরই। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্বন্ধে বিশেষভাবে অবহিত। (সূরা আল ইমরান: ১৮০)
মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ যাকে সম্পদ দিল, অথচ সে তার জাকাত আদায় করল না, কেয়ামতের দিন তার সম্পদকে কালো তিলকবিশিষ্ট বিষধর টেকো সর্পে পরিণত করে তার গলায় পরিয়ে দেওয়া হবে। এই সাপ তার দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, ‘আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার’ (বুখারি)
রাসুল সা. বলেন, ‘মানব চরিত্রের সবচেয়ে নিকৃষ্ট স্বভাব হচ্ছে চরম লোভ, কৃপণতা ও ভীরুতা’ (আবু দাউদ);
রাসুল বলেছেন, ‘একটি মেষপালের মধ্যে ছেড়ে দেওয়া দুটি ক্ষুধার্ত নেকড়ে ওই মেষপালের জন্য যতটা ক্ষতিকর, কোনো ব্যক্তির সম্পদ ও প্রতিপত্তির লোভ তার দ্বীনদারির জন্য তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর’ (তিরমিজি)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট
সময়২৪