শবে বরাতঃ মসজিদে মসজিদে ক্ষমা চেয়ে মুসল্লিদের কান্না
ইবাদত-বন্দেগি ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। জিকির-আসকার, কুরআন তেলাওয়াত ও ইবাদতের মধ্য দিয়ে রাতটি পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদে চলছে দোয়া-মোনাজাত ও নফল ইবাদত।
ইসলামি বিশেষজ্ঞরা জানান, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) মদীনায় জান্নাতুল বাকীর গোরস্তানে শাবানের পঞ্চদশ এ রাতে দোয়া করেন। এর পর থেকেই মর্যাদপূর্ণ এ রাতটি ইবাদতের মাধ্যমে কাটাচ্ছেন মুসলমানরা।
এ রাতে এশার নামাজের পর থেকে রাজধানীর মসজিদগুলোতে কান্নাকাটি, দোয়া মুনাজাতসহ পছন্দমতো নফল ইবাদত করছেন মুসল্লিরা। পবিত্র এ ভাগ্য রজনীতে নেক আমল ও তওবা এস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করছেন। প্রার্থনা করেন জীবনের সব পাপমুক্তির। পাশাপাশি সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহর সহায়তা চান।
পবিত্র এ রজনীতে তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে দেশের সব মানুষ ভালো থাকুক এ প্রার্থনা করেছেন জানিয়ে এক মুসল্লি বলেন, ‘নফল নামাজ পড়ে মা-বাবা, স্ত্রী-সন্তান ও বিশ্বের সব মানুষের জন্য দোয়া করেছি। পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চেয়েছি।’
এদিকে রাতটিকে আনন্দ উল্লাসে আর ভোগ বিলাসে না কাটিয়ে তওবা এস্তেগফার ও নফল এবাদতের মধ্যে কাটানোর পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও বক্তরা।