Image description
ভূমিকম্পে কাঁপল ঢাকা
ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যমতে সন্ধ্যা ৬. ৪৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৩। অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্কবার্তার তথ্যমতে, ভূমিকম্পের উপত্তিস্থল ভারতের মেঘালয় থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও এ কম্পন অনুভূত হয়েছে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্তল ছিল ভারতের আসাম। কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অনেককে ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়। অবশ্য এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।