Image description
শাবি ছাত্রলীগ নিয়ন্ত্রীত কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজীবুর রহমানসহ তাদের নিয়ন্ত্রিত কক্ষগুলো থেকে পিস্তল, শটগান, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে ছাত্র হল অভিমুখে রওনা হয়ে বিভিন্ন কক্ষে তাল্লাশি চালান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শাহপরাণ হলের ২১০, ২১১, ৪২৩, ৪২৪, ৪২৭, ২১৫, ৪২৯ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র মদের বোতল উদ্ধার করেন। এখন পর্যন্ত বিভিন্ন কক্ষে তালাশি চালিয়ে যাচ্ছেন তারা। শাহপরাণ হল তাল্লাশি শেষে অন্যান্য আবাসিক হলগুলোতে উদ্ধার কাজ চলবে বলে জানান শিক্ষার্থীরা।