হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এই দেশে আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকব, সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ‘আপনারা কখনও বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আপনারা কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, স্বাধীন বিচার-বুদ্ধি নিয়ে চলবেন। আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমর্থনে যতটুকু করার করব।’
আইন উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। আমরা সবাই আন্দোলনে অংশ নিয়েছি, বিপন্ন বোধ করেছি, জীবন হারিয়েছি, আহত হয়েছি। ছাত্র-জনতা তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়েছেন, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বাংলাদেশের অনেক স্বপ্ন আছে। তার মধ্যে অন্যতম হলো, আমরা এই দেশের সকল ধর্মের সকল মতের মানুষ একসঙ্গে বসবাস করব। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক।
এসময় আইন উপদেষ্টা বলেন, ‘দু-এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জুলাই-আগস্ট পৈশাচিক গণহত্যার প্রচুর আলামত সংগ্রহ করেছে। গণহত্যার বিচার শুরু হলে আমাদের সকল দ্বিধা, প্রশ্ন কেটে যাবে।’
হত্যা মামলার আসামিদের আকস্মিক জামিন হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই উপদেষ্টা আরও বলেন, ‘আমরা সবার ন্যায় বিচার নিশ্চিতের প্রশ্নে বদ্ধপরিকর। জামিন প্রশ্নে আমি শিগগির মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলব।’
মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুখ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস।
এর আগে জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
(ঢাকাটাইমস