Image description
‘দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, বিএনপিকে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। সে যড়যন্ত্র মিলেমিশে মোকাবিলা করতে হবে। শুক্রবার বিকালে হবিগঞ্জের দক্ষিণ বানিয়াচং যুবদল আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমেদ আলী মুকিব বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যমে স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশে নতুন গণতন্ত্র সৃষ্টি হতে চলেছে। এ গণতন্ত্র ধরে রাখতে হবে। দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম, কামাল উদ্দিন সেলিম, আব্বাছ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জিললুর রহমান প্রমুখ।