Image description

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)।

নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে বাড়িতে এসেছে। দুপুরে ছেলে ও ছেলের বউ ঘরের মধ্যে মুড়ি খাচ্ছিলো। আমি বাইরে রান্না করছিলাম। পরে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পাই– ছেলের বউয়ের গলায় কাপড় পেঁচানো এবং ছেলে দড়িতে ঝুলছে।

প্রতিবেশীরা জানান, তারা দরিদ্র পরিবার। কোনো ঝগড়া-বিবাদের কথা শুনিনি। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটলো, সেটি কেউ ধারণা করতে পারছে না।

সাতক্ষীরা থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্নহত্যা করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।