Image description
আ.লীগের রাজনীতি দেশের ছাত্রজনতা আর মেনে নেবে নাঃ মাওলানা মামুনুল হক
আওয়ামী লীগের রাজনীতি দেশের ছাত্রজনতা আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ সরকারের পতন হয়েছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছে। সেজন্য দেশের আলেম-উলামাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। শেখ হাসিনা ও তার দলের নেতারা দেশের টাকা পাচার করে কানাডার বেগমপাড়ায় আলিশান বাড়ি নির্মাণ করেছেন। নিরীহ মায়েদের বুক থেকে তাদের সন্তানকে ধরে নিয়ে গুম ও খুন করেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে আলেম-উলামাদের জেল-জুলুম দিয়ে নির্যাতনের স্ট্রীম রোলার চালিয়েছে। এখন তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বাংলাদেশে আর রাজনীতি করার অপচেষ্টা করলে দেশের জনসাধারণ আপনাদেরকে রুখে দেবে। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হকের সভাপতি ও সেক্রেটারি সৈয়দ জয়নুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সহাসচিব মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় আন্তজার্তিকবিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা এনামুল হক, মুফতি আব্দুল হক, মাওলানা সৈয়দ ফেদাউল হক ও ডা. আতাউর রহমান প্রমুখ।