Image description
গেণ্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা
রাজধানীর গেন্ডারিয়ার ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে দয়াগঞ্জ মোড়ে তাকে হত্যা করা হয়। গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু অভিযোগ করেছেন, মঙ্গলবার বিকালে দয়াগঞ্জ মোড়ে বিএনপি নেতা আনিসের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় যুবলীগের কর্মীরা। এসময় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী।