কিছু জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে হচ্ছে: ইসকনের সাধারণ সম্পাদক
ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রাহ্মচারী বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক কারণে কিছু জায়গায় হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ওয়ারিস্থ ইসকন মন্দিরে আলেমদের এক প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ইসকনের সাধারণ সম্পাদক চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে মন্দির পাহারা দেওয়ায় আলেম-ওলামাদের ভুয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলেম-ওলামাদের প্রতিনিধি দলে ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মুফতী গোলাম মাওলা কাসেমী, বাংলাদেশ-ভারত সংখ্যালঘু মৈত্রী সংঘের সভাপতি মাওলানা মাসরুর আহমদ, খিদমাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গুলিস্তানস্থ পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী রিয়াজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবনসহ আওয়ামীলীগ নেতা কর্মীদের বাড়িতে বিক্ষুদ্ধ জনতা ভাঙচুর চালিয়েছিল। এই উত্তপ্ত পরিস্থিতিতেও এ দেশের আলেমসমাজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানায়। তাছাড়া সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সমাজের নিরাপত্তার জন্য আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। রাত জেগে তাদের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। এরপরও কয়েকটি গণমাধ্যম সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ করছে।