Image description
উত্তরার সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।