Image description
সংবাদ প্রকাশের পর সেই গুজব পোস্ট সরাল ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম’
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম’ ফেসবুকে গুজব ছড়াচ্ছে- এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর পেজটি থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। শনিবার বিকাল ৬টার দিকে যুগান্তর অনলাইনে ‘শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে গুজব ছড়াচ্ছে ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর আগে পেজটি থেকে জানানো হয়, ‘ব্রেকিং নিউজ: সার্বিক স্বার্থে আগামী ৭ দিনের জন্যে সব কর্মসূচি প্রত্যাহার করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। আজ সকাল থেকেই ৯ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন ছাত্র-জনতা। কিন্তু দুপুরের দিকে ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম’ পেজটি থেকে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুজব ছড়ানো হলে বিষয়টি সবার নজরে আনেন এএফপি ফ্যাক্টচেক সম্পাদক কদরউদ্দিন শিশির। তিনি জানান, আওয়ামী লীগের ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম’ পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু যুগান্তরে সংবাদ প্রকাশের পর পরই ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম’ তাদের পোস্টটি মুছে ফেলে।