ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নতুন ‘দরবেশ’ হতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, আমি কখনও দরবেশ হব না। যদি আমি তাই হতে চাইতাম, তাহলে আমার জীবনে অনেক সুযোগ ছিল তখন হই নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন, আগামী দিনে আবদুল আউয়াল মিন্টু ব্যবসা–বাণিজ্যের জগতে নতুন দরবেশ হিসেবে দেখা দেবেন কি না? জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, দরবেশ যদি হতেই চাইতাম, তাহলে আমার জীবনে এমন অনেক সুযোগ ছিল। দরবেশ সাহেবের চেয়েও অনেক বেশি ক্ষমতাবান ছিলাম একসময়। তখনই ক্ষমতার অপব্যবহার করে কিছু হইনি। সুতরাং ভবিষ্যতেও কিছু হওয়ার সম্ভাবনা খুব কম।
তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও এরশাদ সরকার- কোনো সময়ই আমি কখনও সরকারের সঙ্গে কোনো ব্যবসা করিনি। টুকটাক যেটুকু ব্যবসা করেছি, নিজে নিজেই করেছি।
পুঁজিবাজারে নতুন কোনো দরবেশের আবির্ভাব হয়েছে কি-না, এমন প্রশ্নে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি কখনও পুঁজিবাজারে বিনিয়োগ করিনি এবং পুঁজিবাজার থেকে কোনো মুনাফাও করিনি। তবে কিছু কিছু লোক পুঁজিবাজারকে লটারিতে পরিণত করেছে। তারা পুঁজিবাজারে বিনিয়োগ না করে শেয়ার কেনা-বেচা করছে। তারা মনে করে, আজ যে শেয়ার কিনবো, কয়দিন পরেই তার দাম বাড়বে। তখন বিক্রি করে মুনাফা করব।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন