পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। গত বুধবার মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজিজুর রহমান মুছাব্বিরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। যারা নির্বাচন চায় না, তারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায়।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন চায় না, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে। এ বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় বিএনপির পক্ষ থেকে নিহত মুছাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মুছাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারাজীবন যা কিছু প্রয়োজন- তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছি।