গাজার বাসিন্দাদের ঘর কিংবা ত্রাণশিবিরের বাইরে বের করে আনতে নতুন কৌশল নিয়েছে ইসরায়েল। বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় গিয়ে নারী এবং শিশুকণ্ঠে কেঁদে চলেছে ইসরায়েলি ড্রোন। কাতারের সংবাদমাধ্যম ‘আল জাজিজা'র একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সংবাদমাধ্যমটি এক মানবাধিকার কর্মীকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘কোয়াডকপ্টার’ নামের ইসরায়েলি ড্রোন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন শব্দ করছে। কখনও সেখান থেকে নারীকণ্ঠে ভেসে আসছে ‘বাঁচাও’ চিৎকার। কখনও কোনও শিশুর আর্তনাদ।'
কিন্তু এই সব শব্দই ‘নকল’ বলে দাবি করেছেন মাহা হুসেইনি নামের ওই মানবাধিকার কর্মী। ইসরায়েল-হামাস দীর্ঘ সংঘাতে গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ। বাড়িঘর হারিয়ে সেখানকার বাসিন্দাদের অনেকেই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। মাহার দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় প্যালেস্টাইনিদের বাইরে নিয়ে আসার জন্যই ওই কৌশল নিয়েছে ইসরায়েলের সেনারা। তিনি জানিয়েছেন, গাজার হাসপাতাল হতাহতদের নিয়ে রিপোর্ট তৈরি করেছে, সেখানেও বিষয়টির উল্লেখ রয়েছে।
সংবাদমাধ্যমটির তরফে মাহাকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে যে, শব্দের উৎস অনুসরণ করে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। কেউ আক্রান্ত হয়েছেন, এই ভেবে সাহায্যের জন্যও দৌড়ে আসছেন বহু মানুষ। সেই সময়েই ওই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে ইসরায়েলি সেনারা কিছু জানানো হয়নি।
‘কোয়াডকপ্টার’ রিমোট পরিচালিত ড্রোন। মূলত নজরদারি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নিশানা এবং জনতাকে ছত্রভঙ্গ করার কাজে এই ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনা।
বিডি প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন