Image description
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলের পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। অগ্নিনির্বাপন বিভাগের মতে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়াও দোস পালমারেস পৌরসভার পর্বতাঞ্চলের একটি খাদে পড়ে যায়। আলাগোস রাজ্য সরকার জানিয়েছে, উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান। রাজ্য সরকার নিহতদের পরিবারের প্রতি পূর্ণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। একই সাথে তিন দিনের শোক ঘোষণা করেছে। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালানো হচ্ছে।