Image description
২০২৫ সালের মধ্যে যুদ্ধের শেষ দেখতে চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ চলছে তার শেষ দেখতে চান। শুক্রবার (১১ অক্টোবর) বার্লিনে তিনি এমন মন্তব্য করেছেন। তাই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কিয়েভকে দেওয়া সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান। জেলেনস্কি বলেন, ২০২৫ সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখাতে চাই। তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আগামী বছরও চলমান সহায়তা কমবে না। এদিকে ইরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর জন্য অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে কথা বলার পর পুতিন এমন মন্তব্য করেন। বিশ্বের ঘটনাগুলোতে দুই দেশের একই দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য অগ্রাধিকার। তারা সফলভাবেই অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক বিষয়গুলোতে আমরা এক সঙ্গে কাজ করছি। তাছাড়া আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের দৃষ্টিভঙ্গিও প্রায়ই কাছাকাছি। সূত্র: এএফপি