Image description
নেলসন ম্যান্ডেলার নাতির উপর যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞা
ফিলিস্তিনি জনগণের কট্টর সমর্থক নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলাকে যুক্তরাজ্যে যেতে বাধা দিয়েছে ব্রিটিশ সরকার। সমালোচকরা বলছেন যে সরকার ভিসা নিষেধাজ্ঞার জন্য ভুয়া কারণ উল্লেখ করেছে। ম্যান্ডলা এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সরকারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সদস্য হিসেবে জারি করা তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে সারা বিশ্বে অবাধ ভ্রমণ করছেন। যাইহোক, ব্ল্যাক হিস্ট্রি মাস চলাকালীন তার ইউকে সফরের পরিকল্পনা গতরাতে বাতিল করা হয়। কারণ, ব্রিটিশ পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা তার কূটনৈতিক ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। পদক্ষেপটি সম্ভবত যুক্তরাজ্য সরকারের উপর ইসরাইলের সুদূরপ্রসারী প্রভাবকে চিত্রিত করতে কাজ করে। ইসরাইলপন্থী লবিস্টরা স্যার কেয়ার স্টারমারের মন্ত্রিসভার অর্ধেকেরও বেশি তহবিল দেয়, তা অবশ্যই সেভাবে দেখায়। তারা তাদের অর্থের মূল্য পাচ্ছে বলে মনে হচ্ছে। সূত্র : মিডল ইস্ট মনিটর