ইসরাইলে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর ইরানি হামলার নিন্দায় জাতিসংঘ মহাসচিব
ইসরাইলে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর অবশেষে ইরানি হামলার তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (২ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেয়ার সময় তিনি ইরানের হামলার নিন্দা জানান। খবর বিবিসির।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আন্তোনিও গুতেরেস বলেন, তিনি যাকে মধ্যপ্রাচ্যে টিট-ফর-ট্যাট সহিংসতা বলে অভিহিত করেছেন তা বন্ধ করার এখনই উপযুক্ত সময়।
এছাড়া জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘আমি এপ্রিলে যেমন ইরানের হামলার নিন্দা করেছি তেমনি অবশ্যই গতকালের হামলারও নিন্দা জানিয়েছি। আমি আবারও বলছি, ইসরাইলের ওপর ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
আগের এক বিবৃতিতে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ ইরানের হামলার জন্য যথাযথভাবে নিন্দা না জানানোয় গুতেরেসকে ‘পারসনা নন-গ্রাটা’ (অবাঞ্ছিত) এবং ‘ইসরায়েলবিরোধী মহাসচিব’ (যিনি সন্ত্রাসীদের সমর্থন দেন) ঘোষণা করেছিলেন। বলেছিলেন, ‘যারা ইসরাইলের বিরুদ্ধে কোন দেশের হামলার নিন্দা জানাতে পারবে না তারা ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নন।’
ইরানের হামলার পর গুতেরেস যে সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন তাতে শুধুমাত্র ‘মধ্যপ্রাচ্যে সর্বশেষ হামলা’ কথাটি উল্লেখ করেছেন তিনি।
এছাড়া উত্তেজনার পর উত্তেজনা বলে হামলার নিন্দা জানিয়েছেন। এতেই গুতেরেসের প্রতি ক্ষুব্ধ হয়েছে ইসরাইল।
ইরান মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলের ভূখন্ডে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; ইসরাইল দাবি করেছে যার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।