Image description
হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে ‘আশ্চর্যজনক’
হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান, এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে। তবে এখনও বদলা নেয়নি ইরান। তবে ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের অপারেশন্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন, ইরান নির্দিষ্ট সময়ে হানিয়াহ হত্যার জবাব দেবে। এ জন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিবে। বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাত্কারে এই মন্তব্য করেন তিনি। সূত্র বলছে, হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করছে কৌশলগত কারণে। তবে লেবাননে ইরানপন্থি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের অতিথিভবনে হত্যা করা হয় হানিয়াকে। এদিকে গাজায় বর্বর আগ্রাসনের মধ্যে পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ নিয়ে মোহসেন চিজারি বলেছেন, ‘অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি শাসকদের অপরাধ বিশ্বজুড়ে মানুষকে নিশ্চিত করেছে যে ইসরায়েল একটি দখলকারী এবং নিপীড়নকারী যন্ত্র’। সিনিয়র ইরানি কমান্ডার আরও উল্লেখ করেছেন,‘ইসরায়েল পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে তার পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ যত চালিয়ে যাবে, পরিস্থিতি তত বেশি কঠিন হবে’।