Image description
শেখ হাসিনা কোথায় যাচ্ছেন জানে না ভারতঃ বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আশ্রয় নেবেন সে বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, শেখ হাসিনা কবে ভারত ছাড়বেন সে বিষয়ে কোনো আপডেট নেই। বৃহস্পতিবার (৮ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের আন্দোলন ও হাসিনার ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ কথা জানান। স্বল্প সময়ের নোটিশে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘তার পরিকল্পনার বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই।’ বাংলাদেশে থাকা ভারতীয়দের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি ক্রমশ বিবর্তন হচ্ছে। এসব ঘটনা ঘটলে একটা কথার ওপর জোর দিয়ে বলতে চাই, আমরা ভারত সরকার জনগণের স্বার্থ আমাদের মাথায় সবার আগে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘হাইকমিশন ছাড়াও আরও চারটি সহকারী হাইকমিশন রয়েছে। এ বিষয়ে এবং সেখানে আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা তাদের (বাংলাদেশ কর্তৃপক্ষ) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আইনশৃঙ্খলার উন্নতি হবে যাতে আমাদের হাইকমিশন আবার কাজ শুরু করে।’ অন্তর্বর্তীকালীন সরকার: উপদেষ্টা পরিষদে ৪ নারীঅন্তর্বর্তীকালীন সরকার: উপদেষ্টা পরিষদে ৪ নারী জয়সওয়াল আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন সম্পর্কে অবগত এবং আমরা সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কিত পরিস্থিতিও পর্যবেক্ষণ করছি। সংখ্যালঘুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগের খবর পাওয়া গেছে। আমরা এই পদক্ষেপগুলোকে স্বাগত জানাই, তবে আইন-শৃঙ্খলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘প্রতিটি সরকারের দায়িত্ব তার সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত করা। আমরা আশা করি, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত পুনরুদ্ধার হবে। এটা সামগ্রিকভাবে বাংলাদেশ এবং সামগ্রিকভাবে বৃহত্তর অঞ্চলের স্বার্থেই।