Image description
হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করল ওআইসি
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং সংগঠনটির উচ্চপদস্থ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরাইলকে দায়ী করেছে বিশ্বের মুসলিম দেশগুলোর সংস্থা দ্য ওরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ৩১ জুলাই ইরানের অতিথিশালায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হত্যা করা হয় হানিয়াকে। সেসময় তার এক দেহরক্ষীও প্রাণ হারান। ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে তখন তেহরানে অবস্থান করছিলেন। সৌদি আরবে বুধবার ওআইসির বৈঠক শেষে একটি বিবৃতি প্রকাশ করে সংস্থাটি। এতে বলা হয়, হানিয়ার ওপর হামলার জন্য সম্পূর্ণভাবে ইসরাইল দায়ী। এর মাধ্যমে ইসরাইল ইরানের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে নেতারা। হানিয়া হত্যাকাণ্ড এবং গাজায় চলমান যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যার মাধ্যমে আঞ্চলিক অখণ্ডতার বিপরীতে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। ওই জঘন্য হত্যাকাণ্ড বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে যা সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করবে। ইরান এবং ফিলিস্তিনের আহ্বানে বুধবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় ওআইসির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থাটি বিশ্বের মুসলিম দেশগুলোর নানা সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করে। সৌদি আরবও হানিয়া হত্যাকাণ্ডকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে।