Image description
মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১
ভারতের মধ্যপ্রদেশে একটি পিকআপভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২১ জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রদেশ রাজ্যের ডিন্ডোরিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ডিন্ডোরির শাহপুরা থানা ও বিচিয়া পুলিশ পোস্ট এলাকায় অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপভ্যানটি। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক উত্তর ভারতে এভাবে পিকআপভ্যানে করে এক সাথে অনুষ্ঠান বাড়িতে গিয়ে থাকে পরিবারের লোকজন। এই ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিরা সাধের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে ফিরছিলেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পোস্ট করা হয়। তাতে লেখা হয়, ‘ডিন্ডোরি জেলার ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এতজনের এই অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব।’ আরো লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায় হতাহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ মন্ত্রী শ্রীমতি সম্পাতিয়া উইকে ডিন্ডোরি পৌঁছেছেন।’ সূত্র : হিন্দুস্তান টাইমস