Image description
বিশ্বের জনপ্রিয় ১০ সংবাদমাধ্যম
সংবাদমাধ্যম জনসাধারণের তথ্যের উৎস, আর দেশের জন্য মুখপাত্র। একটি দেশ পর্যালোচনা করতে এর সংবাদ মাধ্যমগুলোতেই প্রথম নজরে আনতে হয়। আর তাই বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এত কথা, এত সভা সেমিনার, আন্দোলন। যে কোন সময় থেকে এখন সংবাদমাধ্যমে অনেক স্বাধীন। তারপরও সংবাদমাধ্যমের মালিকানা, বিজ্ঞাপন, অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা চাপে সংবাদ মাধ্যমের আধেয় প্রভাবিত হয়। আজ বিশ্বের জনপ্রিয় ১০ টি সংবাদমাধ্যম সম্পর্কে জানাবো: ১। বিবিসি নিউজ সংবাদমাধ্যম প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই নাম আসে বিবিসি নিউজের। বিবিসির অন্য যেকোনো চ্যানেলের তুলনায় এর দর্শক ও পাঠক সংখ্যা বেশি। এটি বিশ্বের বৃহত্তম সম্প্রচারিত সংবাদ সংস্থা। এর রেডিও ও টেলিভিশনের আউটপুট প্রতি দিন প্রায় ১২০ ঘণ্টা সংবাদ সম্প্রচার করে থাকে। পাশাপাশি অনলাইন নিউজ হিসাবে এটি প্রকাশিত হয়। ২। ফক্স নিউজ যুক্তরাষ্ট্রের মৌলিক কেবল ও স্যাটেলাইট সংবাদ ভিত্তিক চ্যানেল ফক্স নিউজ। মিডিয়া মোগল `রুপার্ট মারডক` এই চ্যানেলটি প্রতিষ্ঠা করেন। এক জরিপে দেখা যায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রায় ৯৪ লাখ পরিবার ফক্স নিউজ দেখতেন। ৩। সিএনএন যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ক্যাবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন। টেড টার্নার সিএনএন প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত। উপসাগরীয় যুদ্ধের সময় ১৯৯০ সালে সংবাদ সরাসরি সম্প্রচারের জন্য সিএনএন জনপ্রিয়তা অর্জন করে। ৪। দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ানের পূর্বের নাম দ্য ম্যানচেস্টার গার্ডিয়ান। ১৮২১ সালে জন এডওয়ার্ড টেইলরের নেতৃত্বে একদল ব্যবসায়ী পত্রিকাটি প্রকাশ করেন। এই পত্রিকার একটি বিখ্যাত উদ্বৃতি হলো ‘মন্তব্য হলো মুক্ত কিন্তু তথ্য পবিত্র। `এখনো বিশ্বের অনেক গণমাধ্যমে এই কথাটি প্রচলিত। ৫। দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। আর্থার অক্‌স সুল্‌ৎসবার্গার এর প্রকাশক ও সত্ত্বাধিকারী। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন ও বোস্টন গ্লোবসহ কোম্পানিটি অন্তত ১৫টি সংবাদ পত্র প্রকাশ করে। ৬। দ্য ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সির সবচেয়ে পুরাতন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। এর সার্কুলেশনও অন্য যে কোন পত্রিকার থেকে বেশি। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে অবস্থিত। ১৯৯১ সাল থেকে পত্রিকাটি ২৫ বার পুলিৎজার পুরস্কার জয় করেছে। এর মধ্যে ২০০৮ সালেই ৮টি একক পুলিৎজার পুরস্কার পেয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। ৭। স্কাই নিউজ যুক্তরাজ্যের ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ। টেলিভিশন চ্যানেলটি ১৯৮৯ সালে চালু হয়। স্কাই নিউজ এখন টেলিভিশন, বেতার এবং অনলাইনেও সংবাদ সম্প্রচার করে। ৮। আল জাজিরা এটি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেল। এর সদর দপ্তর কাতারের দোহাতে অবস্থিত। ১৯৯৬ সালের ১লা নভেম্বর টেলিভিশন চ্যানেলটি চালু হয়। প্রাথমিকভাবে আল জাজিরা আরবি ভাষার খবর সম্প্রচার করতো। এখন আল জাজিরা বিভিন্ন ভাষায় টেলিভিশন ও অনলাইনে সংবাদ সম্প্রচার করে। ৯। চায়না ডেইলি ১৯৮১ সালের ১ জুন চায়না ডেইলি প্রতিষ্ঠিত হয়। এটি চীনের ইংরেজি ভাষার সংবাদপত্র। এটি চীনের জানালা (window of china) নামেও পরিচিত। এর প্রধান কার্যালয় চীনের বেইজিং এ অবস্থিত। ১০। দ্য টাইমস অব ইন্ডিয়া দ্য টাইমস অব ইন্ডিয়া পৃথিবীর অন্যতম অধিক সার্কুলেশনের পত্রিকা। ২০০৮ সালে ভারত এটি সর্বাধিক বিক্রিত ইংরেজি ভাষার পত্রিকা দাবী করে। ২০১২ সালে ইন্ডিয়ান রিডারশীপ সার্ভে জানায় এর পাঠক সংখ্যা ৭ দশমিক ৬৪৩ মিলিয়ন। ১৮৩৮ সালের ৩ নভেম্বর পত্রিকাটি কার্যক্রমে শুরু করে। তখন এর নাম ছিল ‘দ্য বোম্বে টাইমস এন্ড জার্নাল অব কমার্স।’ বাংলা ইনসাইডার