ভিডিও >> শিশু পর্নোগ্রাফিতে জড়িত কে এই টিপু কিবরিয়া
12 Jun, 2014
শিশুসাহিত্যিক ও আলোচিত্রী টিপু কিবরিয়াসহ তিনজনকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। পর্নোগ্রাফিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন টিপু। টিপুর ৫০টির ওপর শিশুসাহিত্যের বই আছে। তিনি ফ্রিল্যান্স আলোকচিত্রী।
গ্রেফতার হওয়া অপর দুই জন হলেন, নুরুল ইসলাম ও শাহারুল।
বৃহস্পতিবার রাজধানীর মুগদা ও খিলগাঁও থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বুধবার থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান শুরু করে।
সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান জানান, ইন্টারপোল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি এই অভিযান চালায়। অভিযানে এক শিশুকেও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘ইন্টারপোল ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিশু পর্নোগ্রাফি বিদেশে পাচার হয় বলে অভিযোগ পায়। তারা দীর্ঘদিন ধরে অভিযোগটির বিষয়ে নজরদারি করছিল। একপর্যায়ে তারা টিপুর চেহারা শনাক্ত করতে পারে।’
মোখলেসুর রহমান বলেন, ‘২০১৪ সালে ইন্টারপোল নিশ্চিত হয়, এটি টিপু কিবরিয়া। মুগদায় তার একটি স্টুডিও আছে। সেখানে ছেলে পথশিশুদের পর্নোগ্রাফি করতেন তিনি। এক সপ্তাহ আগে ইন্টারপোল বিষয়টি সিআইডিকে জানায়।’
তিনি বলেন, ‘ইন্টারপোলের ওই তথ্যের ভিত্তিতে সিআইডি প্রথমে খিলগাঁও থেকে টিপুকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে স্টুডিও থেকে পুলিশ নুরুল ইসলাম ও শাহারুল অপর দুইজনকে গ্রেফতার করে।’
‘টিপু স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফির সাথে জড়িত। জার্মানি, যুক্তরাজ্য, সৌদি আরব, অস্ট্রেলিয়ায় তিনি এই পর্নোগ্রাফিগুলো বাজারজাত করতেন’- দাবি পুলিশের।
এছাড়া এক জার্মান ও সৌদি নাগরিকের সাথে টিপুর আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ।
টিপু কিবরিয়ার মূল নাম ফখরুজ্জামান। তিনি দীর্ঘদিন ঢাকায় একটি প্রকাশনিতে কাজ করতেন। অপর অভিযুক্ত শাহারুল আর্থিক লেনদেন দেখতেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন