যুবদল নেতার লাশ উদ্ধার
সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নেতা হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবদল নেতা জবান আলী (৪০) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও পূর্ব বাঐতারা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
বুধবার গভীররাত দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে কোনাগাঁতী এলাকায় জবান আলীর লাশ পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জ-কড্ডা সড়কে চলাচলরত সিএনজি শ্রমিকরা টহল পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলামেইলকে জানান, নিহতের শরীরে এবং মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, সরকারি কাজে বাধা দান ও নাশকতার একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আরেক আসামি বাবুল গত কয়েক দিন আগে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয়।