Image description

গেল ক’দিন ধরেই গুঞ্জন চলছিল, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ অন্য কমিশনাররা। কমিশনপ্রধান গেল কদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সে গুঞ্জন আরও ডালপালা মেলে। মঙ্গলবার (১ জুলাই) তা নিয়ে কথা বলেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গেল কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন। সে জন্য তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে। হাসপাতালে থেকেই তিনি গেল কয়েকদিন যা খবর দেখেছেন-পড়েছেন, তাতে তিনি মর্মাহত।

কথা প্রসঙ্গে নাসির উদ্দিন একটি হাদিসের উদাহরণ দেন। বলেন, ‘স্বয়ং নবীজী বলেছেন, তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না।’ হাসপাতালের বিছানায় শুয়ে এই হাদিসটির কথা তিনি ভেবেছেন বলে উল্লেখ করেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি কথা বলেন। এটাকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে দু’জনের সেভাবে দ্বিপাক্ষিক আলোচনা করা হয়ে ওঠেনি।

তবে কি সাক্ষাতে শুধু খোশগল্প হয়েছে? নিজে থেকেই এমন প্রশ্ন তুলে তারও উত্তর দেন। সিইসি বলেন, ‘যেহেতু সৌজন্য সাক্ষাৎ বলছি, তাই বলে শুধু আমি আসসালামুআলাইকুম বলেছি, উনি উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলে বসে থেকেছেন, তা নয়। স্বভাবতই প্রাসঙ্গিক আরও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। যেহেতু আমি প্রধান নির্বাচন কমিশনার, তাই ভোটের বিষয়েও কথা উঠেছিল’।

আলোচনায় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চান সিইসির কাছে। উত্তরে সিইসি ‘ফুল গিয়ারে’ কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান। প্রধান উপদেষ্টাও একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান বলে সিইসিকে জানিয়েছেন।

আলোচনা প্রসঙ্গে সিইসি আরও বলেন, উনিও (ড. ইউনূস) নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা কখনও কারও জন্য একদিনও ফোন করে কোনো দলের বিষয়ে কিছু করতে কমিশনকে বলেননি। দেশে-বিদেশে যেমন উনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার কথা বলছেন, সেদিনের সৌজন্য সাক্ষাতে তেমনই নির্দেশনা দিয়েছেন।