কন্যা সন্তান জন্ম দেয়ায় মা-মেয়েকে হত্যা
ভারতের অনেক রাজ্যে এখনও কন্যা সন্তানের জন্মকে অভিশাপ মনে করা হয়। ঝাড়খণ্ডের বাসিন্দা গুঞ্জন মাসাত চেয়েছিলেন তার পুত্র সন্তান হবে। কিন্তু মেয়ে সন্তান জন্ম নিলে তিনি নবজাতকসহ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেন।
৩০ জানুয়ারি সকালে ঘরের বারান্দায় গুঞ্জনের স্ত্রী দেবী ও তার শিশুকে যন্ত্রণায় ছটফট করতে দেখেন এক প্রতিবেশি। ততক্ষণে ৯০ শতাংশ পুড়ে গেছে মা-মেয়ের। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীর বাবা রাঘুনি রানা জানিয়েছেন, এক বছর আগে বিয়ের পর ভালোই ছিল তার মেয়ে। তারা পুত্র সন্তান চেয়েছিল। কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়েটাকে হত্যা করলো। তিনি আরও জানান, বিয়ের সময় যৌতুক হিসেবে বরপক্ষকে দুই বিঘা জমি দেওয়া হয়েছিল।