Image description
১০ টাকার জন্য আত্মহত্যা
স্কুলে যাওয়ার সময় টাকা না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে জোহরা আক্তার বৃষ্টি (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে বেনাপোল বড়আঁচড়া গ্রামের মাহাবুব মিস্ত্রীর মেয়ে। পুলিশ জানায়, মাহবুবুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রী। তার পাঁচ মেয়ে ও দুই ছেলের মধ্যে বৃষ্টি ছিল সবার বড়। সে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় মায়ের কাছে মিষ্টি খাওয়ার জন্য ১০ টাকা চায়। বাবার অভাবের সংসার হওয়ায় টাকা দিতে না পারায় সে স্কুল থেকে বাড়ি ফিরে আসলে তার পরিবারের সঙ্গে ওই টাকার ঘটনা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে সবাই দুপুরের খাওয়া শেষে ঘরের বাইরে গেলে সে ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ুম আলী সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃষ্টি লেখা পড়ায় ভাল ছিল। ১০ টাকার জন্য মা-বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে।