ঢাবির হলে দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলে লিফটের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত সোহেল রানা (৩০) ওই হলের পরিচ্ছন্নতাকর্মী বাবুল মুন্সীর ভাগ্নে। পুলিশ লিফটের নিচে চাপা পড়ার কথা বললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি।
সোমবার সন্ধ্যা ৬টার কিছু সময় পর সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল লিফটের নিচে চাপা পড়েন বলে তাকে নিয়ে হাসপাতালে যারা এসেছিলেন, তারা বলেছেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে শুনেছি।
“তবে আসলে কী ঘটেছে, জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”