পরিবারের সদস্য সংখ্যা পাঁচ। টেনেটুনে চারজনের খাবার আছে হাড়িতে। অন্যরা জিজ্ঞেস করলো মাকে, তিনি খেয়েছেন কিনা। মায়ের তাৎক্ষণিক উত্তর, হাঁ। তিনি খেয়েছেন। অথচ তিনি সেদিন সারারাত উপোস করবেন। তবুও সন্তান-স্বামী কাউকে বুঝতে দেবেন না তার উপোস করার কথা। 'মিথ্যেবাদী' মা এভাবেই প্রতিঘরে তাদের সংসার সামলান, সন্তানদেরকে অসীম মমতায় আগলে রাখেন। মা'তো মা'ই। তার তুলনা মেলা ভার।
বিপদ যত বড়ই হোক, সৃষ্টিকর্তা মায়ের বুকেই নিরাপত্তা দেন সন্তানকে। যেই ক্যান্সার জয় করতে হিমসিম খাচ্ছে সভ্যতা, তার প্রতিষেধক পাওয়া যাবে মায়ের বুকের দুধ থেকেই। এ সম্ভাবনার কথা আবারো স্পষ্ট করলেন সাইবেরিয়ান মেডিক্যাল ইন্সটিটিউটের বৈজ্ঞানিকরা। জি নিউজ।
মায়ের বুকেই শান্তি
তারা জানান, বুকের দুধে ল্যাকটাপিন নামের যে প্রোটিনটি থাকে সেটি ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় আপাতত দু'জন ক্যান্সার আক্রান্ত রোগীর ওপর ল্যাকটাপিন প্রয়োগ চলছে বলে জানিয়েছেন প্রজেক্ট লিডার ভ্যালেন্তিন ভ্ল্যাসোভস।
ভ্যালেন্তিন বলেন, "ল্যাকটাপিনের মধ্যে থাকা একটি ছোট্ট পেপটাইড সুস্থ্য কোষগুলোর কোনো ক্ষতি না করেই ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দিতে পারে।"
সাইবেরিয়ান মেডিক্যাল ইন্সটিটিউটে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এই প্রোটিন ফুসফুস ও যকৃতের ক্যান্সারের বিরুদ্ধে খুবই কার্যকরী।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন