Image description
অগ্নিকাণ্ড কবলিত ভবনে সিসি ক্যামেরা মেলেনি
বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা বা ফুটেজ মেলেনি। তবে ভবনের বাইরে কিছু সিসি ক্যামেরা আছে। বিদ্যুৎ না থাকায় অগ্নিকাণ্ডের আগে-পরের ফুটেজ পাওয়া যায়নি। যদি ফুটেজ পাওয়া যায় তাহলে আগুনের রহস্য অনেকটা উদঘাটিত হবে। থানা পুলিশ, র‌্যাব ও ডিবির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানাতে পেরেছে ঢাকা টাইমস। র‌্যাবের একাধিক কর্মকর্তা ঢাকা টাইমসকে জানিয়েছেন, ঘটনার পরপর র‌্যাবের গোয়েন্দারা ঘটনাস্থলে রয়েছে। তারা আগুনের ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ পায়নি গোয়েন্দারা। আর ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা সচিবালয় ও আশপাশের এলাকায় নজরদারি চালাচ্ছি। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। তবে কোনো ফুটেজ পাওয়া যায়নি।’ অগ্নিকাণ্ড কবলিত ভবনে সিসি ক্যামেরা মেলেনি এদিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা টাইমসকে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি ভবনের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে বাইরে বা গেটে আছে। সেটার ফুটেজ খুঁজে বের করার চেষ্টা করছি। বিদুৎ না থাকায় ফুটেজ পাওয়া যায়নি।’ সূত্র বলছে, সচিবালয়ের সবগুলো ভবনের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। তবে প্রবেশ পথগুলোতে ক্যামেরা রয়েছে। কেন প্রতি ফ্লোরে ক্যামেরা নেই সেটা জানা যায়নি। বুধবার রাত ২টার কিছু সময় আগে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ভবনটির ছয় থেকে নয়তলা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রাতভর চেষ্টা চালানো হয়। ১৯ ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মধ্যরাতে কোন আগুনে সচিবালয় পুড়ল তা উদঘাটনে কাজ করছে গোয়েন্দারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটির বেশি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঢাকাটাইমস