Image description
কনস্টেবলের অস্ত্র নিয়ে গুলি করার কথা স্বীকার করলেন এডিসি দস্তগীর
সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় রিমান্ডে গুলি করার কথা স্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাদেক কাউসার দস্তগীর। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে তার গানম্যান কনস্টেবল মোজাহিদের হাতে থাকা অস্ত্র নিয়ে তিনি ৪৫ ডিগ্রি কোণে গুলি ছুঁড়েন। তবে কাউকে হত্যার উদ্দেশ্যে তিনি গুলি ছুঁড়েননি। রিমাণ্ডে কাউসার দস্তগীরের এমন স্বীকারোক্তির কথা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সিলেটের পরিদর্শক মোহাম্মদ মোরসালিন। তিনি জানান, ৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে সাদেক কাউসার দস্তগীরকে কারাগারে পাঠানো হয়েছে। পিবিআই’র পরিদর্শক মোহাম্মদ মুরসালিন আরও জানান, ঘটনার দিনের ধারণ করা ভিডিও ফুটেজ সাদেক কাউসার দস্তগীরকে দেখানো হলে তিনি গুলি ছোঁড়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি গুলি ছুঁড়লেও হত্যার উদ্দেশ্যে করেননি। সাবেক এডিসি দস্তগীরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ঘটনার দিন কোতোয়ালি থানার সাবেক সহকারি কমিশনার (এসি) মিজানুর রহমান ফোর্সকে গুলি করার আদেশ দিয়েছিলেন। গত ১৯ ডিসেম্বর এসএমপির সাবেক এডিসি সাদেক কাওসার দস্তগীরের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে ১৮ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেরপুর কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। প্রসঙ্গত, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সংবাদ ও ছবি সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব। বিডি প্রতিদিন