Image description
হেফজত আমিরসহ শীর্ষ আলেমদের বিরুদ্ধে মানহানির মামলা করল সাদপন্থীরা
মাওলানা সাদ সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ আলেমের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মাওলানা সাদের অনুসারী মো. যুবায়ের হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার অন্যান্য বিবাদীরা হলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমদ। মামলা প্রসঙ্গে আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বলেন, ‘আমরা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করি। আদালত আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন। অভিযোগপত্রে বলা হয়, গত ৫ নভেম্বর মামলার বিবাদীরাসহ কিছু আলেম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভি সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এতে করে এই ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে পাঁচশত কোটি টাকার ক্ষতি হয়েছে।’