সিন্ডিকেটের কাছে ডিসি-এসপি জিম্মি হবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা। তিনি বলেছেন, তারা নতুন বাংলাদেশের নতুন ডিসি-এসপি। যেখানেই সিন্ডিকেট পাওয়া যাবে, তা তারা ভাঙবেন। আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেবেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের হাজি শরিয়তুল্লাহ বাজার মনিটরিং কমিটির অভিযান শেষে ব্যবসায়ীদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দেন তিনি।
অসৎ, চোরাকারবারি, সিন্ডিকেট যারা বাজারকে অস্থিতিশীল করে, তাদের শান্তি নেই- এমন মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ‘আমরা ডিসি-এসপি নতুন এসেছি, নতুন বাংলাদেশের ডিসি-এসপি। আমরা নতুনভাবে শুরু করেছি। প্রত্যেকে কাজ করতে এসেছি। মন থেকে, প্রাণ থেকে মানুষের জন্য কাজ করতে এসেছি।’
‘কারও কাছে ডিসি-এসপি জিম্মি হবে না, সিন্ডিকেটের কাছে জিম্মি হবে না।’ বলেন জেলা প্রশাসক। তারা সরাসরি বাজারে আসবেন, অসংগতি দেখলে সরাসরি অ্যাকশন নেবেন বলে হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘আমি স্পষ্ট বার্তা দিতে চাই, যেখানে সিন্ডিকেট পাওয়া যাবে, যারা দ্রব্যমূল্য অস্থিতিশীল করছে, তাদের শনাক্ত করব এবং সরাসরি আইনের আওতায় আনব। সিন্ডিকেট যেখানে আছে আমরা সেই সিন্ডিকেট ভাঙতে এসেছি।’
এর আগে ওই বাজারে অভিযান পরিচালনা করে বাজার মনিটরিং কমিটি। এ সময় পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুরের সহকারী পরিচালক সোহেল শেখ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
কাঁচাবাজার, ডিমের দোকান, মুরগির দোকান ও মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন ব্যবসায়ী দোকান ছেড়ে পালিয়ে যান। পালানোর অপরাধে এক ডিম ব্যবসায়ীর দোকান বন্ধ করার নির্দেশ দেন জেলা প্রশাসক। পরে ওই ডিম ব্যবসায়ীকে ডেকে এনে জেরা শেষে ছেড়ে দেয়া হয়।
অভিযান শেষে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, কিছু কিছু দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা পাওয়া যায়নি এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে না। এ ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে, এর ব্যাত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাজার মনিটরিং কমিটি নিয়মিত বাজার মনিটরিং করবে। পরিদর্শন শেষে নিয়মিত প্রতিবেদন পাঠানো হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বড় ধরনের অভিযান করতে হলে আমরা তা করব।’
পরে বাজার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করে মনিটরিং কমিটি। জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসা হলো পবিত্র। এই পবিত্র জায়গাটিকে গুটি কয়েক ব্যবসায়ী অপবিত্র করছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে রাখতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। কিন্তু ব্যবসায়ীদের সহযোগিতা না থাকলে সেটা বাস্তবায়ন করতে পারব না।’ সৎভাবে ব্যবসা করলে সহযোগিতা করা হবে নতুবা অ্যাকশন নেয়া হবে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন তিনি।
জেলা প্রশাসক বাজারে যৌক্তিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। যে দোকান যৌক্তিক মূল্য তালিকা টানাবে না, তাদের জরিমানা করা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস