চট্টগ্রামে পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনায় আটক ১
চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জে দুর্গাপূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জে এম সেন হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় দামপাড়ায় পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলে দুর্গাপূজার অনুষ্ঠান মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’ আরেকটি ছিল ‘গ্রামের নওজোয়ান’।
অবশ্য কালাচারাল একাডেমির দাবি, তাদের সংগীত পরিবেশনের জন্য দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান সাংবাদিকদের বলেন, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তাঁরা সেখানে সংগীত পরিবেশন করতে গেছেন। সেখানে দুটি গান পরিবেশন করা হয়েছে। দুটিই সম্প্রীতির সংগীত। তবে সজল দত্তের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।