Image description
সুনামগঞ্জে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার
সুনামগঞ্জে গত ৪ আগষ্টের ঘটনার একটি মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এম এ মান্নানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ উপজেলার মন্ত্রীর হিজল বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ৪ আগষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।