শ্যামল দত্ত ও বাবুর ১০ দিনের রিমান্ড আবেদন
শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আদালতে তোলা হয়
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে একটি হত্যা মামলায়১০ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ।
কোটা আন্দোলনের সময় গুলিতে ফজলু নামে এক যুবক নিহতের ঘটনায় ভাষানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় মঙ্গলবার এ রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস।
এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সকাল ১০টার দিকে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে অবৈধভাবে ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত থেকে আটক করা সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আনা হয়।
গত ৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন শ্যামল দত্ত। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।