Image description
টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। অপরদিকে তাৎক্ষণিক গণপিটুনিতে হত্যাকারীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আ. ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮), তালেব মিয়া (৩৫)। ছাত্তার ও আসাদুল সম্পর্কে আপন চাচা-ভাতিজা। স্থানীয়রা জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে একই গ্রামের মাদকসেবী তালেব মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তালেবের সঙ্গে থাকা ধারাল অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপায়। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।