Image description
বাথরুমে নারীর গোসলের দৃশ্য ধারণ টিকটকারের, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় বাথরুমে গোপনে নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে সেনাবাহিনীর হাতে দুই টিকটকার আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃত দুই টিকটকার ও জব্দকৃত মোবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার জানান, বুধবার বিকালে এক নারী বাথরুমে গোসল করছিলেন। এ সময় পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার সুজাত খানের ছেলে উজ্জ্বল খান ওই নারীর গোসলের আপত্তিকর দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনাক্যাম্পে অভিযোগ করেন ওই নারী। অভিযোগ পেয়ে সেনাবাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী দীন ইসলাম ওরফে সিপনকেও আটক করা হয়েছে।