নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (১৩ আগস্ট) মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এ তথ্য জানান।
বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে, এবার সেই প্রশ্ন উঠলো জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফারহান হক বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। জাতিসংঘ আশা করে, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।
এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কত দিন বহাল থাকতে পারে? এ বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান রয়েছে কি?
এ বিষয়ে উপ-মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।
সংবাদ ব্রিফিংয়ের আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এ নিয়ে জাতিসংঘের কোনো মন্তব্য বা বিবৃতি রয়েছে কি না?
জবাবে ফারহান হক বলেন, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে, তাতে আমরা শঙ্কিত।
জাতিসংঘের মহাসচিবের উপ-মুখপাত্র জানান, জাতিসংঘের মহাসচিব একটি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান।
অন্তর্বর্তী সরকারকে সংসদ নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান মহাসচিব। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ ও তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সহিংসতার সমস্ত কর্মকাণ্ডের একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন জাতিসংঘের মহাসচিব।
৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। তিনি দেশ থেকে পালানোর পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, তিনি পদত্যাগ করেছেন। এরপর ৮ আগস্ট রাতে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।