মনিরুলসহ পুলিশের আরও দুই কর্মকর্তা বদলি
পুলিশের বড় পদে আরও দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তারা হলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. শাহ আলম ও মনিরুল ইসলাম।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ে পুলিশের ডিআইজি শাহ আলমকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
আর বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।