কেন ধর্ম মন্ত্রণালয়কে দুষছে হাব?
চলতি বছরে চাঁদ দেখা সাপেক্ষে হজ হতে পারে আগামী ১৬ জুন। সে হিসেবে আগামী তিন সপ্তাহ পর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ সৌদি আরবে হাজিদের জন্য এখনো বাড়ি ভাড়াই করা হয়নি। এমনকি বাড়ি ভাড়া করার জন্য হজ মিশন, দূতাবাস ও ধর্ম মন্ত্রণালয়ের তেমন কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
তিনি বলেন, অব্যবস্থাপনার কারণে আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। কোনো হাজি যেন হজে গিয়ে কষ্ট না পান, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবার ২৮ হাজার হাজি মুজদালিফায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন।’
জানা গেছে, চলতি মৌসুমে হজের নিবন্ধন শুরু হয় গত বছর ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাতেও কোটার অর্ধেকও পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এতেও প্রত্যাশিত কোটা পূরণ না হওয়ায় তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।
আর চতুর্থ মেয়াদে সময় বাড়িয়েও ৪৪ হাজার ১৪টি কোটা খালি রেখে গত ৬ ফেব্রুয়ারি শেষ হয় হজ নিবন্ধন প্রক্রিয়া। এবার সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৮৪ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ২৮৯ জন। আর বেসরকারিভাবে করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। নিবন্ধন শেষে এখনো কোটা খালি রয়েছে ৪৪ হাজার ১৪টি। এ বছর সৌদি আরব বাংলাদেশিদের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে দিয়েছিল।
সূত্রমতে, সরকারিভাবে নিবন্ধনকৃত হাজিদের হজ ব্যবস্থাপনায় জটিলতা না থাকলেও বেসরকারিভাবে নিবন্ধনকৃত হজযাত্রীদের হজ ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। এই আলোচনা সভায় সারা দেশের হজ এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন। সেখানে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়সারা কাজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের কারণে এখনও সৌদি আরবে বাড়ি ভাড়া সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সির প্রতিনিধিদের সৌদিতে যেতে হয়। প্রতি বছর প্রতিনিধিদের সৌদি যেতে মাল্টিপল ভিজিট ভিসা দেওয়া হয়ে থাকে। পরিচালক হজ অফিসের নির্দেশনা অনুযায়ী এজেন্সিগুলো পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিজিট ভিসার জন্য অপেক্ষা করছে। কিন্তু ধর্ম মন্ত্রণালয় এখনও হজ এজেন্সির প্রতিনিধিদের ভিজিট ভিসার ব্যবস্থা করতে ব্যর্থ। তারা সৌদি আরবে না গেলে বাড়ি ভাড়া সম্পন্ন করা সম্ভব হবে না। এজেন্সির প্রতিনিধি ছাড়া বাড়ি ভাড়া করা যাবে না এবং বাড়ি ভাড়া করা না গেলে হজ ভিসা করা যাবে না।’
এদিকে হজ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এজেন্সির পক্ষ থেকে ওমরা ভিসায় সৌদি আরবে এনে বাড়ি ভাড়ার সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে হাব সভাপতি বলেন, ‘ওই কর্মকর্তা হয়তো জানেন না যে, সৌদি আরব গতকাল থেকে ওমরা ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে। এমনকি ওমরা ভিসায় সৌদি আরবে যারা অবস্থান করছেন তাদেরও বের হয়ে আসতে হবে কয়েক দিনের মধ্যে।’
হাব সভাপতি আরও বলেন, ‘মুজদালিফায় হজের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। যা ওয়াজিব। এটি হাজিদের পালন করতে হয়। অথচ ২৮ হাজার হাজি মুজদালিফায় যেতে পারবেন না। তারা শুধু মিনা ও আরাফাতে যেতে পারবেন। এ নিয়ে হজ মিশন ও মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ দেখছি না। হাব দেখতে চায়, হজ মিশন এই হাজিদের সমস্যা সমাধান করবে।’
এসব সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার উদ্যোগ নিতে হবে মন্ত্রণালয়কে এমনটাই পরামর্শ হাব সভাপতির। তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে যাতে এজেন্সির পক্ষ থেকে ভিসার ব্যবস্থা করা হয়। হজ এজেন্সির সহযোগিতায় যেন এজেন্সির প্রতিনিধি হাজিদের বাড়ি ভাড়ার ব্যবস্থা করতে পারেন। এখনো ফ্লাইট সূচি ঘোষণা করা হয়নি। ফ্লাইট সূচির সঙ্গে বাড়ি ভাড়ার একটা সম্পর্ক রয়েছে।’
সভাপতি আরও বলেন, এখন পর্যন্ত মাত্র ৮৩ জনের টাকা সৌদি আরবে স্থানান্তর করা হয়েছে। যা ঈদের আগের দিন পর্যন্ত ছিল মাত্র ৪১ জনের। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, টাকা যেতে সময় লাগে। একদিনে ১৫ জনের বেশি টাকা পাঠানো যায় না। ব্যাংকের সমস্যা রয়েছে ইত্যাদি নানান অজুহাত দিচ্ছেন। এসব আমরা শুনতে চাই না। যারা নিবন্ধন করেছেন টাকা জমা দিয়েছেন তারা যাতে ভালোভাবে হজ সম্পন্ন করতে পারেন সেই কাজ দেখতে চাই আমরা।’
এসব অভিযোগের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি