Image description
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ সেই ছাত্রলীগ নেতার মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রলীগ নেতা মো. সজীব (২৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে গত শুক্রবার সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে সজীবসহ ছাত্রলীগের চার নেতাকর্মীকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও তার অনুসারীদের দায়ী করেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে মাথায় গুলিবিদ্ধ সজীবসহ আহত ৪ জনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সজীবের মাথায় অস্ত্রোপচার করা হলেও তার জ্ঞান ফেরেনি। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুইটায় সজিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মো. সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। সে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।