Image description
পাবনায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চার দিনেও কোনো গ্রেপ্তার নেই
পাবনার সুজানগর উপজেলায় অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই দম্পতি একটি ইসলামি জলসা থেকে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। গত শুক্রবার রাতে সুজানগর উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন গত শনিবার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে আমিনপুর থানায় ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। তবে পুলিশ চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার আসামিরা হলেন সুজানগর উপজেলার সেলিম প্রামাণিক (২৩), মো. শরীফ (২৪), রাজীব সরদার (২১), রুহুল মণ্ডল (২৬), লালন সরদার (২০) ও সিরাজুল ইসলাম (২৩)। ভুক্তভোগী দম্পতি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামীর বাড়ি পাবনার বেড়া উপজেলায়। স্ত্রীকে নিয়ে তিনি পাশের সুজানগর উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার রাতে সেখান থেকে একটি ইসলামি জলসায় যান। জলসা শুনে রিকশায় আত্মীয়ের বাড়িতে ফেরার পথে অভিযুক্ত তরুণেরা তাঁদের পথরোধ করেন। তাঁরা স্বামী-স্ত্রী কি না, জানতে চান। এরপর বিভিন্ন প্রশ্ন করে বিভ্রান্ত করতে থাকেন। একপর্যায়ে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে ওই নারীকে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। ওই নারীর স্বামী জিম্মিদশা থেকে ছুটে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। পরে এলাকাবাসী এসে ধাওয়া দিয়ে তরুণদের একজনকে আটক করেন। অন্যরা পালিয়ে যান। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পাবনার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হয়। আটক তরুণকেও পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়।